বিকাশে টাকা দেখার নিয়ম [ছবিসহ] | Bkash balance check

বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশে টাকা দেখার নিয়ম

বিকাশে টাকা দেখার নিয়ম [ছবিসহ] | Bkash balance check

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আশা করি আপনি ভালো আছেন। আপনি "বিকাশে টাকা দেখার নিয়ম" এই টাইটেল দেখে এই নিবন্ধটি বাছাই করেছেন আপনি হয়তো বিকাশে টাকা দেখার নিয়ম জানতে চাচ্ছেন! 

আপনি কি সত্যিই বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে আজকের এই গুরুত্বপূর্ন পোস্টটি আপনার জন্যই লেখা হয়েছে। কারণ, আজকের এই পোস্ট আমরা বিকাশে টাকা দেখার নিয়ম জানবো। 

আশা করি আপনি আজকের পোস্ট থেকে সহজেই বিকাশে টাকা দেখার নিয়ম জানতে পারবেন। চলুন তাহলে আমরা মূল বিষয়ে আলোচনা শুরু করি।

তিনভাবে বিকাশে টাকা দেখার নিয়ম ছবিসহ 

আপনি বিকাশে টাকা দেখার নিয়ম জানতে চাচ্ছেন? তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
বিকাশে টাকা দেখার নিয়ম ছবিসহ দেওয়া হলো।

কোড ডায়াল করে বিকাশে টাকা দেখার নিয়ম

বাটন ফোন কিংবা স্মার্টফোন যেকোনো ফোন থেকেই আপনি কোড ডায়াল করার মাধ্যমে বিকাশে টাকা দেখতে পারবেন। 

ধাপ ০১ : বিকাশে টাকা দেখার নিয়ম হলো প্রথমে আপনার ডায়াল প্যাড থেকে *247# কোডটি ডায়াল করুন। কোডটি ডায়াল করার পরে নিচের ছবির মতো মেনু অপশন আসবে। 

ডায়াল প্যাড থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ১
ডায়াল প্যাড থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ১

ধাপ ০২ : এবার মেনু গুলো থেকে 9 নম্বর মেনুটি দেখুন My Bkash লেখা। এই মেনুটি সিলেক্ট করতে ডায়াল প্যাড থেকে 9 টাইপ করুন এবং Next বাটনে ক্লিক করুন। Next বাটনে ক্লিক করার পরে নিচের ছবির মতো আরেকটি মেনু অপশন আসবে। 

ডায়াল প্যাড থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ২
ডায়াল প্যাড থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ২

ধাপ ০৩ : এবার এই মেনুগুলো থেকে দেখুন 1 নম্বরে Balance check অপশনটি রয়েছে। এই অপশনটি সিলেক্ট করতে ডায়াল প্যাড থেকে 1 লিখে Next বাটনে ক্লিক করুন। এরপর নিচের দেওয়া ছবির মতো একটি পপ আপ বক্স আসবে। সেখানে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে। [ বি:দ্র: বিকাশ পিন কারো সঙ্গে শেয়ার করবেন না। এমনকি বিকাশ অফিসের সঙ্গেও না কারণ এই পিন একান্ত ব্যাক্তিগত ]

ডায়াল প্যাড থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ৩
ডায়াল প্যাড থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ৩

ধাপ ০৪ : পিন সঠিক হলে আপনি বিকাশের ব্যালেন্স দেখতে পারবেন। নিচের ছবির মত একটি মেসেজ আসবে।

ডায়াল প্যাড থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ৪
ডায়াল প্যাড থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ৪

উপরের ছবিতে দেখুন ওখানে আপনার বিকাশে টাকার পরিমাণ দেখাবে। এভাবে আপনি তিন ধাপেই ডায়াল প্যাড এর মাধ্যমে সহজেই বিকাশের টাকা দেখতে পারবেন। 

বিকাশ অ্যাপ থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ছবিসহ

আপনার ফোনে যদি বিকাশ অ্যাপ থাকে তাহলে আপনি আরো সহজে বিকাশ অ্যাপ থেকেই বিকাশে টাকা দেখতে পারবেন। বিকাশ অ্যাপ থেকে বিকাশ ব্যালেন্স চেক করার নিয়ম :

ধাপ ০১ : প্রথমে আপনার বিকাশ অ্যাপটিতে প্রবেশ করুন। বিকাশ অ্যাপ এ প্রবেশ করলে নিচের দেওয়া ছবির মতো দেখতে পাবেন। এখানে আপনার মোবাইল নাম্বার এবং বিকাশের পিন নম্বরটি দিয়ে আপনার বিকাশ একাউন্টে প্রবেশ করুন। [ বি:দ্র: বিকাশ পিন কারো সঙ্গে শেয়ার করবেন না। এমনকি বিকাশ অফিসের সঙ্গেও না কারণ এই পিন একান্ত ব্যাক্তিগত ]

অ্যাপ থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ১
অ্যাপ থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ১

ধাপ ০২ : এবার আপনার বিকাশ অ্যাপ এর হোমপেইজ দেখতে পাবেন। নিচের ছবিটি লক্ষ্য করুন দেখুন তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ওই স্থানে একবার ক্লিক করলেই আপনি বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন।

অ্যাপ থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ২
অ্যাপ থেকে বিকাশে টাকা দেখার নিয়ম ২

এভাবে আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে দুই ধাপেই বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন। 

সারমর্ম : বিকাশে টাকা দেখার নিয়ম হলো ডায়াল প্যাড থেকে *247# ডায়াল করে মেনু অপশন থেকে প্রথমে 9 অপশনটি সিলেক্ট করুন এরপরের মেনু থেকে 1 অপশনটি সিলেক্ট করলেই আপনি আপনার বিকাশের টাকা দেখতে পারবেন। 

মেসেজ থেকে বিকাশে টাকা দেখার নিয়ম

উপরে আমরা দুইটি পদ্ধতি আলোচনা করেছি আমরা এখন জানবো মেসেজ থেকে কিভাবে বিকাশের টাকা দেখতে হয়। জেনে রাখুন যদি কখনো কাজে লাগে। 

মেসেজ থেকে টাকা দেখতে হলে আপনার বিকাশ যেই নম্বর দিয়ে খুলা হয়েছে সেই নাম্বারের মেসেজ বক্স চেক করলেই আপনি বিকাশের টাকা দেখতে পারবেন। 

আপনি যখন বিকাশ থেকে টাকা লেনদেন করবেন একটি ট্রানজেকশন মেসেজ পাবেন সেখানে আপনার বিকাশের মোট ব্যালেন্স দেখতে পারবেন। এভাবে আপনি মেসেজ থেকে বিকাশে টাকা দেখাতে পারবেন।

আমাদের শেষ কথা

আপনারা আমাকে অনেকসময় অনেক প্রশ্ন করেন যে বিকাশে টাকা দেখার নিয়ম কি। আসলে বিকাশে টাকা দেখার উপায় অতটা কঠিন কিছু না। 

আপনি নিজেই নিজের বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন। উপরে আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। 

আশা করি আজকের নিবন্ধটি পরে আপনি জানতে পেরেছেন কিভাবে বিকাশে টাকা দেখতে হয়। এর বাহিরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন। 

আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ। সবার শারীরিক সুস্থতা এবং সার্বিক কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন