Kalo Jole Kuchla Tole Lyrics | কালো জলে কুচলা তলে লিরিক্স

কালো জলে কুচলা তলে লিরিক্স
কালো জলে কুচলা তলে লিরিক্স

Kalo Jole Kuchla Tole Lyrics | কালো জলে কুচলা তলে লিরিক্স

কালো জলে কুচলা তলে লিরিক্স - প্রিয় পাঠক আপনি কি কালো জলে কুচলা তলে লিরিক্স খুঁজছেন? তাহলে আজকের পোস্ট টি আপনার জন্যই। কারন আজকের পোস্টে আমরা কালো জলে কুচলা তলে লিরিক্স নিয়ে লেখালেখি করেছি। 

Teplive.com ব্লগ সাইটের নতুন আরেকটি পোস্টে আপনাকে স্বাগতম। অনেকেই গুগলে কালো জলে কুচলা তলে লিরিক্স লিখে সার্চ করেন, তাই আমরা কালো জলে কুচলা তলে লিরিক্স টি শেয়ার করে দিলাম। 

কালো জলে কুচলা তলে লিরিক্স টি গান আকারে প্রথম প্রকাশিত হয় ২০২১ সালে। কালো জলে কুচলা তলে লিরিক্স এর শিল্পী হলেন Tanmay Kar and Friends. এছাড়াও এই গান সম্পর্কে নিচের বক্সে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হলো। 

Kalo Jole Kuchla Tole Lyrics | কালো জলে কুচলা তলে লিরিক্স

Singers : Tanmay Kar, Ashim From Parapar Band , Poushali Banerjee, Camelia from Aladin Band And Many Verious Artists sung In Their Own Way
Lyrics : Traditional Jhumur
Song type:Bengali Jhumur Song
Song Dance Step Performance : Arpita Chatterjee And Ria from Dance Tube Mania.
Music by :Tanmay Kar
গীতিকার :Traditional Jhumur song
MP3 File: Song.mp3
FollowFacebook Page
News Alerts:Like Page

কালো জলে কুচলা তলে লিরিক্স - বাংলায়


মেদিনীপুরের আয়না চিরন
বাঁকুড়ার ঐ ফিতা,

আরে যতন করে বাঁধলি মাথা
তাও তো বাঁকা সিঁথা।

পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার,
পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার, 
দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার।

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন,
আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন।

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন, 
আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন।

লদীর ধারে চাষে বধূ, মিছাই করো আস,
ঝিরিহিরি বাঁকা লদী বইছে বারো মাস।

চিংড়ি মাছের ভিতর কড়া, তাই ঢালেছি ঘি,
আরে লিজের হাতে ভাগ ছাড়েছি, ভাবলে হবে কী।

চিংড়ি মাছের ভিতর কড়া, তাই ঢালেছি ঘি,
আরে লিজের হাতে ভাগ ছাড়েছি, ভাবলে হবে কী।

চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়,
দেখি শামের বিবেচনা কার ঘরে সামায়।

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন,
আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন।

মেদিনীপুরের আয়না চিরন,
বাঁকুড়ার ঐ ফিতা।

আরে যতন করে বাঁধলি মাথা,
তাও তো বাঁকা সিঁথা।

পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার,
পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার,
দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার।

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন,
আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন।

কলি কলি ফুল ফুটেছে নীল-কালো আর সাদা,
আরে কোন ফুলেতে কেষ্ট আছে, কোন ফুলেতে রাধা।

কলি কলি ফুল ফুটেছে নীল-কালো আর সাদা,
আরে কোন ফুলেতে কেষ্ট আছে, কোন ফুলেতে রাধা।

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন,
আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন।

লদীর ধারে চাষে বধূ, মিছাই করো আস,
ঝিরিহিরি বাঁকা লদী বইছে বারো মাস।

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন,
আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন।

আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন।
আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন।









কালো জলে কুচলা তলে লিরিক্স - বাংলিশে

Medinipurer ayna ciron
bakurar oi fita,

Are joton kore badhli matha
Tao to baka sitha.

Pechpariya rajkumari, golay chondrohar,
Pechpariya rajkumari, golay chondrohar,
Dine dine barche tomar culeri bahar.

Kalo jole kucla tole dublo sonaton,
Aj car ana kal car ana pai je dorshon.

Kalo jole kucla tole dublo sonaton,
Aj car ana kal car ana pai je dorshon.

Nodir dhare cashe bodhu, michai kore as,
Jhirihiri baka nodi boiche baro mas.

Chingri macher vitor kora, tai dhalechi ghi,
Are lijer hate vag charechi, vable hobe ki?

Chingri macher vitor kora, tai dhalechi ghi,
Are lijer hate vag charechi, vable hobe ki?

Calor cula lomba koca khuli khuli jay,
Dekhi shamer bibechona kar ghore samay.

Kalo jole kucla tole dublo sonaton,
Aj car ana kal car ana pai je dorshon.

Medinipurer ayna ciron,
Bakurar oi fita.

Are joton kore badhli matha,
Tao to baka sitha.

Pechpariya rajkumari, golay chondrohar,
Pechpariya rajkumari, golay chondrohar,
Dine dine barche tomar culeri bahar.

Kalo jole kucla tole dublo sonaton,
Aj car ana kal car ana pai je dorshon.

Koli kolli ful futeche nil-kalo ar sada,
Are kon fulete keshto ache, kon fulete radha.

Koli kolli ful futeche nil-kalo ar sada,
Are kon fulete keshto ache, kon fulete radha.

Kalo jole kucla tole dublo sonaton,
Aj car ana kal car ana pai je dorshon.

Nodir dhare cashe bodhu, michai kore as,
Jhirihiri baka nodi boiche baro mas.

Kalo jole kucla tole dublo sonaton,
Aj car ana kal car ana pai je dorshon.

Aj car ana kal car ana pai je dorshon.
Aj car ana kal car ana pai je dorshon.

উপসংহার

প্রিয় পাঠক আশা করি আপনি আপনার পছন্দের গানের লিরিক্স কালো জলে কুচলা তলে লিরিক্স টি পেয়ে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য। আমাদের আজকের পোস্ট টি ভালো লেগে থাকলে লিংক কপি করে আপনার ফেইসবুক প্রোফাইলে শেয়ার করতে পারেন। আজ আর নয়। কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন