Ei Obelay Lyrics | এই অবেলায় লিরিক্স (শিরোনামহীন)

Ei Obelay Lyrics | এই অবেলায় লিরিক্স
Ei Obelay Lyrics | এই অবেলায় লিরিক্স

Ei Obelay Lyrics Shironamhin Band | এই অবেলায় লিরিক্স শিরোনামহীন ব্যান্ড - Introduction

এই অবেলায় লিরিক্স শিরোনামহীন- আপনি কি এই অবেলায় লিরিক্স খুঁজছেন? তাহলে আজকের পোস্ট টি আপনার জন্যই। দয়া করে মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্ট টি পড়বেন। আজকের পোস্টে আমরা জনপ্রিয় ব্যান্ড Song Ei Obelay Lyrics জেনে নিবো। এই অবেলায় তোমারি আকাশে- গানটি গেয়েছেন Sheikh Ishtiaque যিনি শিরোনামহীন ব্যান্ড এর একজন সদস্য। এছাড়াও Ei Obelay Lyrics সম্পর্কে আরও বিস্তারিত নিচের ছকে দেওয়া হলো। 

Song Details

Song : Ei Obelay Tomare Akashe
Lyrics : Ziaur Rahman
Band Name:Shironamhin Band
Editing : Mostafa Prokash
Band Members :Ziaur Rahman, Kazy Ahmad Shafin, Diat khan, Symon Chowdhury
Color Grading :Mostafa Prokash
Tune :kazy Ahmad Shafin
MP3 File: Ei Sundor Swarnali Sondhay.mp3
FollowFacebook Page
News Alerts:Like Page


Ei Obelay Lyrics in Bangla | এই অবেলায় লিরিক্স বাংলায় 

এই অবেলায়, তোমারি আকাশে, 

নিরব আপোষে ভেসে যায়


সেই ভীষন শীতল ভেজা চোখ

কখনো দেখাইনি তোমায়।


কেউ কোথাও ভালো নেই যেন সেই

কতকাল আর হাতে হাত অবেলায়?


কতকাল আর ভুল অবসন্ন বিকেলে

ভেজা চোখ দেখাইনি তোমায়,


সেই কবেকার ভায়োলিন, বেজে যায় কতদিন

প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।


কখনো অভিমান, অবাধ্য পিছুটান

জানিনা কি কষ্টে এই অবেলায়,


তবুও নির্বাসন বাসর সাজিয়ে

ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।


ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন

একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন,


আজও তাই, অবাক রঙে এঁকে যাই

সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।


ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই

অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই,


এই সন্ধ্যায়, দুচোখ সাগরে, 

বুকের পাঁজড়ে ভেসে যায়।


অবাক জোছনায় লুকিয়ে রেখেছি

ভেজা চোখ দেখাইনি তোমায়।


Ei Obelay Lyrics in Banglish | এই অবেলায় লিরিক্স বাংলিশে

Ei obelay tomari akashe,
Nirob aposhe vese jay.

Sei vishon shitol veja chokh,
Kokhono dekhaini tomay.

Kew kothaw valo nei jeno sei,
Kotokal ar hate hat obelay?

Kotokal ar vul obosonno bikele
Veja chokh dekhaini tomay.

Sei kobekar vayolin 
Beje jay kotodin.

Prane chapa dheu,
Dekhe ni ar kew.

Kokhono oviman 
Obaddho pichutan,

Janina ki koste
Ei obelay,

Tobuow nirbason basor sajiye
Thothe chepe dhora thak valobasay

Ghune khawa meghe kalo hoye jay hridoy jokhn
Eka eka sudhu okaronei jhore bristi emon

Ajo tai, obak ronge eke jai

sadakalo rong makha fanuser muhurto rangai


Vishon kalo megh, pure chai abege ajow tai

Obak jochonay pora chokh tobow sajai


Ei sondhay, duchokh sagore, buker pajore vese jay

Obak jochonay lukiye rekhechi

Veja chokh dekhaini tomay.



Conclusion

আশা করি আপনি আপনার কাঙ্খিত এই অবেলায় লিরিক্স টি সঠিকভাবে পেয়ে গেছেন আমাদের Teplive.com ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করে আমাদের সাথে আপ টু ডেট থাকবেন বলে আমরা আশা করি। আমাদের কোন পোস্ট নিয়ে মতামত বা মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের Ei Obelay Lyrics টি আপনার কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আরও দেখুন...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন