পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় (বাছাই করা ৫ টি কার্যকর উপায়)

প্রিয় পাঠক, আস্সালামু আলাইকুম, আপনারা অনেকেই গুগলে বা AI কে জিজ্ঞাসা করেন যে, পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় গুলো কি? আজকের আর্টিকেলে আমরা জানবো পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকরী উপায় গুলো কি কি?
পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করার বাছাই করা ৫ টি গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করেছি আজকের এই পোস্টে। সেই সাথে আরও জেনে নিবো কিভাবে অল্প সময়ে বেশি পড়া মুখস্ত করা যায় এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়।
ভালো রেজাল্ট পেতে হলে শুধু সারাদিন টেবিলে বসে পড়া মুখস্থ করলেই হবে না সেই সাথে সঠিক পদ্বতিতে কৌশল অবলম্বন করে অল্প সময়ে বেশি পড়া শিখতে হবে। চলুন জেনে নেই পরীক্ষায় ভালো করার গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় জেনে নিন
নিম্নে বাছাই করা ৫ টি উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। বুঝে বুঝে পড়লে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের দেওয়া কমেন্টবক্সে আমাদের জানাবেন অবশ্যই।
১. সম্ভাব্য লক্ষ্য নির্ধারনঃ
- পড়তে বসার পেছনে সবচেয়ে কার্যকর উৎসাহ হিসেবে কাজ করবে আপনার লক্ষ্য। অধ্যয়নের পুরো সময় জুড়ে মনোযোগ ধরে রাখার জন্য দরকার সুস্পষ্ট লক্ষ্য নির্ধারন।
- নিদির্ষ্ট ও পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারন করতে পারলে অধ্যয়নের দিকনির্দেশনা যেমন পাওয়া যায় তেমনি অনুপ্রেরণা ও উৎসাহ জাগায়।
- উদাহরনস্বরুপ দুই ঘণ্টার মধ্যে তিন পৃষ্ঠা নোট করবেন এবং অ্যাসাইনমেন্টের পরিকল্পনা সাজাবেন এমন ছোট ছোট লক্ষ্য নির্ধারন করতে পারেন সময়ভেদে।
- পড়া শুরুর আগে কী জানা প্রয়োজন,কেন প্রয়োজন,জানলে কী ফল পাবেন এবং না জানলে কী পেতে ব্যর্থ হবেন তা থেকেই চিন্তা করে নোট করে ফেলুন।
২. পরিকল্পনা তৈরি ও সক্রিয় অধ্যয়ন কৌশল ব্যবহারঃ
- পরীক্ষার প্রস্তুুতি শুরু করতে হবে একটি রুটিন মাফিক। কোন বিষয় কতটুকু পড়তে হবে , কীভাবে সময় ভাগ করে নিতে হবে তা আগে থেকেই ঠিক করে নিতে হবে।
- সক্রিয় অধ্যয়ন বা অ্যাক্টিভ স্ট্যাডি তথ্য মনে রাখার জন্য বেশি উপযোগী। এর মাধ্যমে সহপাঠীদের সাথে আলোচনা করে, নোট লিখে কিংবা মক টেস্ট দেওয়ার মাধ্যমে সহজেই প্রশ্নের উত্তর আয়ত্ত করা সম্ভব।
- সামারাইজিং করা বা ফ্লাশকার্ড ব্যবহার করে বা মানচিত্র দেখে পড়া স্মৃতিশক্তির দূর্বলতা কমিয়ে পড়া মনে রাখতে সাহায্য করে। যা পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সমূহের মধ্যে অন্যতম।
৩. নিয়মিত পড়া ও অধ্যয়ন সেশন বৃদ্ধি করাঃ
- নিয়মিত পড়াশোনা করলে ভালো রেজাল্ট করার সম্ভাবনা অনেক গুন বেড়ে যায়।
- শুধু একবার পড়ে রাখলে কিছু দিন পর ভুলে যাওয়াটাই স¦াভাবিক ।তাই প্রতিদিন (১৫-২০) মিনিট সময় দিয়ে আগের পড়া বিষয়গুলো রিভিশন করা।
- সংক্ষিপ্ত নোট তৈরি করে বার বার রিভিশন করা এবং প্রয়োজনীয় তথ্যের সঙ্গে সর্ম্পকিত কীওয়ার্ড লিখে রাখা।
৪. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিনঃ
- ঘুম যদি ঠিক না হয় তাহলে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না।প্রতিদিন অন্তত (৬-৮) ঘণ্টা ঘুম ও কিছুটা বিশ্রাম নেওয়া।
- বিশ্রাম নিলে ক্লান্তি দূর হবে এবং পড়া নতুন উদ্যমে শুরু করা যাবে।
- প্রয়োজনে কিছু সময় ব্যায়াম করে নেওয়া যেতে পারে।এতে করে স্মৃতিশক্তির কার্যক্ষমতা বৃদ্বি পাবে।
- সঠিক সময়ে ঘুমাতে যেতে হবে।ঘুমানোর আগে মোবাইল ফোন বা ল্যাপটপ বন্ধ রাখতে হবে।
৫. নিজের উপর আত্মবিশ্বাস রাখুনঃ
- আত্মবিশ্বাস সাফল্যের মূল চাবিকাঠি। অন্যেরে কথায় বিভ্রান্ত না হয়ে নিজের প্রতি বিশ্বাস রাখা।
- সোস্যাল মিডিয়া বা বন্ধুদের সঙ্গ যথাসম্ভব এড়িয়ে চলা বা প্রয়োজন ছাড়া সোস্যাল মিডিয়া ব্যবহার না করা।
- কারো সঙ্গে নিজের তুলনা না করে নিজের গতিতেই এগিয়ে যাওয়া এবং নিজের প্রতি সাহসি মনোভাব রাখা।
- আত্মবিশ্বাস একজন মানুষকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌছে দিতে পারে।তাই আত্মবিশ্বাসী মনোভাব বজায় রাখতে হবে।
পরিশেষে আমাদের কথা
আশা করি আজকের পোস্টটি পড়ে আপনারা জানতে পেরেছেন যে, পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় গুলো কি এবং কিভাবে পরীক্ষার আগে বেশি বেশি পড়া মুখস্ত করা যায়।
পরিশেষে বলা যায় ভালো রেজাল্ট কোনো ম্যাজিক নয়, সঠিক পরিকল্পনা, চর্চা, মানসিক প্রস্তুতির ফল। আপনি কতক্ষণ পড়লেন তা জরুরি নয়, কতটা ভালোভাবে পড়লেন সেটিই গুরুত্বপূর্ণ।
উপযুক্ত কৌশল অবলম্বনের মাধ্যমে সারাদিন না পড়েই ভালো ফলাফল করা সম্ভব। আজকের আর্টিকেল সম্পর্কে আপনাদের কোন মতামত বা পরামর্শ থাকলে জানাতে পারেন নিচের কমেন্টবক্সে।
নিজস্ব লেখকঃ বিলকিস সুলতানা
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now