ফরিদপুর সদর হাসপাতালে হেলথ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত



ফরিদপুর সদর হাসপাতালে হেলথ ক্লাবের উদ্যোগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এক প্রাণবন্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাসপাতাল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রধান ও বিশেষ অতিথির উপস্থিতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা আল হোসাইন, সহকারী বন সংরক্ষক, সামাজিক বন বিভাগ, ফরিদপুর। বিশেষ অতিথি ছিলেন তাওহীদ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, ফরিদপুর।



প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

“বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বৃক্ষরোপণই এ সংকট মোকাবিলার অন্যতম উপায়। আজকের এই উদ্যোগ ফরিদপুরকে সবুজ ও সুন্দর করে তুলবে।”

বিশেষ অতিথি তাওহীদ হোসেন বলেন, “শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, সঠিক পরিচর্যার মাধ্যমেই একটি গাছ বড় হয়ে উঠতে পারে। হেলথ ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুসরণযোগ্য।”

চিকিৎসক ও কর্মকর্তাদের অংশগ্রহণ

অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন—
১. ডাঃ আবদুর রাজ্জাক হোসেন
২. ডাঃ গোনেশ আগরওয়ালা
এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড মাস্টার শহ এবং হাসপাতালের আরও অনেক কর্মকর্তা ও কর্মচারী।

হেলথ ক্লাবের সক্রিয় ভূমিকা

অনুষ্ঠানে হেলথ ক্লাবের সভাপতি ইঞ্জি. সৌরভ হোসেন রায়হান, যুগ্ম-আহ্বায়কঃ আর এম হৃদয়, সাধারণ সম্পাদক তানিয়া আহমেদ, মুখপাত্র মোঃ রইছ উদ্দিনসহ ক্লাবের সব সদস্য অংশ নেন। তাঁরা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু সৌন্দর্যবর্ধনই নয়, বরং স্বাস্থ্যসেবা গ্রহণকারী রোগীদের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

হেলথ ক্লাবের মুখপাত্র মোঃ রইছ উদ্দিন জানান, তাঁদের কার্যক্রম শুধু ফরিদপুর সদর হাসপাতালে সীমাবদ্ধ থাকবে না। ধাপে ধাপে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়ও এই কর্মসূচি চালু করা হবে।

বৃক্ষরোপণের তাৎপর্য

কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষায় অবদান রাখা হবে, অন্যদিকে রোগীদের মানসিক প্রশান্তি ও সুস্থতার জন্য একটি সবুজ পরিবেশ নিশ্চিত হবে।

স্থানীয়দের অংশগ্রহণ

বৃক্ষরোপণ কর্মসূচি অতিথি, চিকিৎসক, নার্স এবং স্থানীয়দের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানান, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে শহর দ্রুত সবুজে ভরে উঠবে।

সমাপ্তি ঘোষণা

সবশেষে অতিথি, চিকিৎসক ও হেলথ ক্লাবের সদস্যরা যৌথভাবে বৃক্ষরোপণ করেন এবং কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন