নলকূপ স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখার নিয়ম।

নলকূপ স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন
নলকূপ স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন

নলকূপ স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখার নিয়ম।

আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় পাঠক আশা করি ভালো আছেন সুস্থ আছেন। 


তাহলে আর আজকের এই নিবন্ধটি আপনার জন্যই লেখা হয়েছে। কারণ আজকের এই নিবন্ধে আপনি জানতে পারবেন নলকূপ স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখার নিয়ম এবং সাথে থাকবে বাংলা এবং ইংরেজিতে নমুনা দরখাস্ত/আবেদনপত্র।

শিক্ষা সম্পর্কিত আপডেট এবং সুশীল বিনোদন পেতে লাইক দিয়ে রাখুন (দৈনিক শিক্ষা বাংলাদেশ) এই পেইজে। এখনি লাইক বা ফলো দিয়ে রাখুন। হয়তো ভবিষ্যতে কোনো পোস্ট আপনার কাজে আসবে।

নলকূপ স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখার নিয়ম জেনে নেই। 

প্রিয় পাঠক, নলকূপ বা টিউবওয়েল সম্পর্কে আমাদের সবারই কমবেশি জানা আছে। এটা দিয়ে ভূগর্ভস্থ থেকে পানি তোলা হয়। 

আর এই পানি আমাদের খাওয়াদাওয়া, রান্নাবান্না ইত্যাদি কাজে ব্যবহার করতে হয়। 

বাংলাদেশের প্রতি এলাকার মধ্যে সরকার থেকেই এরকম নলকূপে স্থাপনের ব্যবস্থা করে দেওয়া হয়। 

কিন্তু যদি কোনো এলাকায় যদি নলকূপ না থাকে তবে সেই এলাকার বাসিন্দারা মিলে নলকূপের জন্য একটি আবেদন করতে পারে ইউপি চেয়ারম্যানের কাছে। 

এই আবেদনপত্র টি সুন্দর করে নিয়ম মেনে লিখলে আপনার আবেদনের গ্রহণযোগ্যতার হার বেড়ে যাবে। 

নলকূপ স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখার নিয়মাবলি :

১/ বরাবর : আবেদনপত্র লেখার শুরুতে বরাবর লিখতে হবে।

২/ প্রাপকের পদবী/নাম : এই অংশে প্রাপকের পরিচয় বা যার নিকট আবেদনটি পাঠানো হবে তার নাম লিখতে হবে।

৩/ প্রাপকের ঠিকানা : এই অংশে যার নিকট আবেদনটি প্রেরণ করা হবে তার ঠিকানা লিখতে হবে।

৪/ আবেদনের বিষয় : এই অংশে আবেদনের বিষয়টি উল্লেখ করে দিতে হবে।

৫/ প্রধান অংশ/বডি : এই অংশে আবেদনের সমস্ত কিছু বিবরণ দিতে হবে। এমনভাবে বিবরণ দিতে হবে যেনো যার কাছে আবেদনটি করা হবে সে আবেদনটি পরে বুঝতে পারে। এই অংশে অযথা বা বাড়তি কোনো লিখা লেখা যাবে না।

৬/ নিবেদক : এই অংশটিতে আবেদনকারীর নাম ঠিকানা ইত্যাদি লিখে দিতে হবে। এভাবে নলকূপ স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লিখতে হবে।

উপরের বর্ণিত নিয়মগুলো হলো নলকূপ স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখার সঠিক নিয়ম। আপনাদের বোঝার সুবিধার্থে নিচে নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্রের একটি নমুনা পত্র দেওয়া হলো।

নলকূপ স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখার নিয়ম - নমুনা দরখাস্ত


-----------------------------------

বরাবর

চেয়ারম্যান, 

৩নং অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ

ধামরাই সদর, ধামরাই।

বিষয় : বিশুদ্ধ নলকূপ স্থাপনের জন্য আবেদন।

জনাব,

যথাযথ সম্মান-পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা সবাই ৩নং অষ্টগ্রাম ইউনিয়নের বটপুর গ্রামের অধিবাসী। আমাদের গ্রামটি জনবহুল এবং একটি বর্ধিষ্ণু গ্রাম। আমাদের গ্রামের জনসংখ্যা প্রায় তিন হাজার। কিন্তু খারাপ বিষয় এই যে, এই গ্রামে বিশুদ্ধ পানীয়র তেমন কোনো সুব্যবস্থা নেই। যার ফলে নানা ধরনের রোগে ব্যাধিতে প্রতিনিয়ত নতুন কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। স্থানীয় আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত আমাদের গ্রামের একমাত্র বিশুদ্ধ পানির নলকূপটি দীর্ঘদিন ধরেই পরিত্যাক্ত অবস্থায় পরে আছে। এছাড়াও গ্রামে যে কয়েকটি পুকুর আছে সেগুলোও ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। পুকুরগুলো নোংরা আবর্জনায় ভরে আছে। এমনকি ফাল্গুন - চৈত্রমাসে যে পুকুরগুলো শুকিয়ে যায়। যার ফলে গ্রামবাসীদের পানির অভাবে দুঃখের সীমা থাকে না। পানির অভাবে আমাদের গ্রামের অবস্থা খুবই করুণ। কোনো উপায় খুঁজে না পেয়ে নিতান্ত বাধ্য হয়েই নদী ও ডোবা থেকে সংগৃহীত দূষিত পানি পান করার ফলে প্রতি বছরই টাইফয়েড, আমাশয়, কলেরা ইত্যাদি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে এ গ্রামের অনেক লোকই অকাল মৃত্যুতে পতিত হয়। 

এমন দুরবস্থায় এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের গ্রামবাসীদের আকুল আবেদন, অনতি-বিলম্বে উক্ত গ্রামে অন্তত তিনটি নলকূপ স্থাপন করে গ্রামবাসীদের জীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার বিনীত অনুরোধ জানাচ্ছি।

বিনীত নিবেদক,

গ্রামবাসীদের পক্ষ থেকে

আব্দুর রহমান মিয়া

তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৩ ইং

-----------------------------------


Rules for writing application form to UP Chairman for installation of tubewell - in English


-----------------------------------

Along with

Chairman,

No. 3 Ashtagram Union Parishad

Dhamrai Sadar, Dhamrai.

Subject : Application for installation of clean tubewell.

Sir,

With due respect, it is our humble submission that we are all residents of Botpur village of Ashtagram Union No. 3. Our village is populous and a growing village. The population of our village is about three thousand. But the bad thing is that in this village there is no good facility of pure drinking water. As a result, new people are constantly being affected by various diseases. The only clean water tubewell in our village, located in front of the local Arpara Primary School, has been abandoned for a long time. Also, the few ponds in the village are also unusable. The ponds are full of dirty garbage. Even the ponds that dry up in Phalgun - Chaitra month. As a result, the villagers have no limit to their sorrow due to lack of water. The condition of our village is very poor due to lack of water. As a result of drinking contaminated water collected from rivers and ponds without finding any alternative, every year many people of this village die prematurely due to diseases like typhoid, dysentery, cholera etc.

In such dire situation, it is our villagers' urgent request to the authorities concerned in this regard, to restore peace and comfort to the lives of the villagers by installing at least three tube wells in the said village without delay. 

Sincerely,

On behalf of the villagers

Abdur Rahman Mia

Date : 28 December 2023

-----------------------------------


এভাবে আপনারা নলকূপ স্থাপনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লিখবেন।

আবেদনপত্র একটি খাতায় নমুনা আকারে লিখে এরপর কম্পিউটার দ্বারা টাইপিং করে প্রিন্ট করে তারপর আবেদন-পত্রটি জমা দিবেন। 

এতে করে আপনার আবেদন-পত্রটি আরো সুন্দর এবং নির্ভুল হবে। যার ফলে আপনার আবেদনটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

আমাদের শেষ কথা

আশা করি আজকের পোস্টটি পড়ে ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন। 

আমাদের ওয়েবসাইটে এইরকম আবেদনপত্র লেখার নিয়ম, রচনা, প্রবন্ধ ইত্যাদি শিক্ষণীয় বিষয় শেয়ার করা হবে। এছাড়াও অনেক ধরনের পোস্ট শেয়ার করা হয়।

তাই আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, সকলের শারীরিক সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন