প্রবাসী কষ্টের ছন্দ | প্রবাসীদের কষ্ট নিয়ে (বাছাই করা ১৯ টি) ছন্দ ২০২৪


আসসালামু আলাইকুম, আপনি কি প্রবাসী কষ্টের ছন্দ খুঁজছেন? আপনি কি প্রবাসীদের কষ্ট নিয়ে কিছু লিখতে চান? 

তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারন আজকের পোস্টে আমরা প্রবাসী কষ্টের ছন্দ সম্পর্কে আলোচনা করেছি।

প্রবাসী কষ্টের ছন্দ ব্যাবহার

অনেক সময় আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া তে প্রবাসী কষ্টের ছন্দ পোস্ট করতে হয় বা বিভিন্ন কারনে আমরা প্রবাসীদের নিয়ে কষ্টের ছন্দ লিখে থাকি। প্রবাস জীবন আসলেই অনেক কষ্টের। 

পরিবার পরিজন এবং প্রিয় মানুষদের মুখের হাসি তাদের সুখ সবকিছুই একজন প্রবাসীর উপর নির্ভর করে। দূর দেশে প্রবাসী কষ্টে জীবনযাপন করে শুধুমাত্র তার পরিবার এবং প্রিয় মানুষদের একটু ভালো রাখার জন্য। 

প্রবাসে নানা রকম কষ্টের মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রবাসীরা লড়াই করে আসছে। প্রবাসীরা দেশের রেমিট্যান্স খাতে অভাবনীয় ভূমিকা রেখে আসছে। 

প্রবাসীরা তাদের পরিবারের সুখের কথা চিন্তা করে মা বাবা ভাই বোন বউ সন্তাত রেখে দূর প্রবাসে থেকে কাজ করে। তাই প্রবাসীদের কষ্টের তুলনা হয়না।

প্রবাসী কষ্টের ছন্দ - সেরা ১০ টি কষ্টের ছন্দ

আপনারা নিচের দেওয়া ছন্দ গুলো ব্যাবহার করতে পারেন আশা করছি আপনাদের পছন্দ হবে। তাছাড়া আপনার মনের অনুভুতি আমাদের এই পোস্টের কমেন্ট সেকশনে জানাবেন। অনেকেই সেটা দেখবে এবং জানবে প্রবাসী কষ্টের ছন্দ সম্পর্কে।

প্রবাসী কষ্টের ছন্দ কবিতা ১

কবিতা/ছন্দ ১:
প্রবাসীর দুঃখে সময় বিভীষিকা,
দেশে সবুজ পানির মেঘে স্মৃতির অপবিক্ষিপ্ত।
দূরে বাংলাদেশ, মা, বাবা একা,
স্বপ্নে বন্ধু বন্ধন, ভাষা মনে বাঁধে হৃদয়ে।

প্রবাসী কষ্টের ছন্দ কবিতা ২


কবিতা/ছন্দ ২:
দেশের মানুষ বড়ই নিষ্টুর
প্রবাসীরা পারিবে না ভুলিতে
বলেছিলে সেদিন নিষেধ ডোকা
প্রবাসী মানেই যে করোনা।

প্রবাসী কষ্টের ছন্দ কবিতা ৩

কবিতা/ছন্দ ৩:
মানা আছে কত - শর্ত যতশত
ভুল করলেই বেতন কাটা তর্ক কতশত
নিজ ইচ্ছায় হয়না যাওয়া প্রিয় ভূমির দেশে
কত বছর পার করছি আমি প্রবাসে এসে।

প্রবাসী কষ্টের ছন্দ কবিতা ৪


কবিতা/ছন্দ ৪:
প্রবাসী হৃদয়ে ময়ূরের গান,
দূরে দেশে, মা, বাবা, প্রিয় জন।
কষ্টে সম্মান, স্নানে জুদা,
স্বপ্নে দেশের সূর, ভাষা, সম্মান।

প্রবাসী কষ্টের ছন্দ কবিতা ৫

কবিতা/ছন্দ ৫:
জানো তোমরা প্রবাসীর জন্যই
বাংলাদেশের এতোদূর পথ চলা।
দোকানের দরজাতে লেখা বড় করে
এখানে আশা নিষেধ প্রবাসী হলে

প্রবাসী কষ্টের ছন্দ কবিতা ৬

কবিতা/ছন্দ ৬:
দুঃখে কষ্টে হয়েছিলো প্রবাসীরা আত্নহারা
কি বলে দিবে সান্ত্বনা পারবে কি আনতে সম্মানখানা?
প্রবাসীরা দেশের জন্য করে কত কষ্ট
দিন শেষে নাম নেই তার আছে যত নষ্ট

কবিতা/ছন্দ ৭:
মা, বাবার কথা চিন্তা করে
এই কষ্ট আছি,
সকল দুঃখ যায় যে ভুলে
দেখলে তাদের হাসি।

কবিতা/ছন্দ ৮:
প্রবাস জীবন বড়ই কঠিন
যে থাকে সে বুঝে,
মনের ভিতর শত কষ্ট
তবুও হাসি মুখে।

কবিতা/ছন্দ ৯:
প্রয়োজন ছারা খবর ও নেয়না যারা আমাদের।
তবুও ভাবি প্রিয় জন তারা আমাদের।

কবিতা/ছন্দ ১০:
প্রবাসে প্রেমের অশ্রু,
দূরে দেশে অদ্ভুত প্রেম, মাতৃভাষায় বুকে স্বপ্ন মেলানো সত্য।

কবিতা/ছন্দ ১১:
দূরে বাংলাদেশ, প্রবাসী মনে আলো,
দেশে সান্ত্বনা, স্মৃতির আলোকছে সত্য।

কবিতা/ছন্দ ১২:
প্রবাসে দূরে দেশে স্বপ্নে বুক ভরে,
প্রবাসী মনে প্রেমের অশ্রু, দেশে প্রিয়ের সন্দেশ।

কবিতা/ছন্দ ১৪:
প্রবাসীর মনে নীরব শহর,
দূরে বাংলাদেশে আত্মার অবাক।
স্বপ্নে দেখে মা, বাবা, শশুর শাসুড়,
দেশের কথা, বাংলা ভাষা মনে পড়ে রাত.

কবিতা/ছন্দ ১৫:
আমরা প্রবাসী, দূরে দেশে,
কাজে কলাজে বয়ে যাই অধিক ক্ষণে।
আত্মীয়-বন্ধু, মা, বাবা অবাক,
স্বপ্নে একা দেখি নদী-পরে রাত.

কবিতা/ছন্দ ১৬:
প্রবাসীর কষ্ট নিভে না সুখে,
মা, বাবা, বন্ধুগণ দূরে দেশে।
কষ্টে জুদাবিদায়, সাথীর বুক,
স্মৃতির মেলা, প্রেমের অমর কবিতা/ছন্দ।

কবিতা/ছন্দ ১৭:
প্রবাসে কাটে দিন-রাত,
দূরে দেশে, সাথী একা হৃদয়ে।
মা, বাবা সঙ্গে মেলা, স্বপ্ন দেখি,
বাংলা ভাষা, দেশের ধুপ মনে রুপ।

কবিতা/ছন্দ ১৮:
প্রবাসীর মনে জুদাবিদায়ে স্নান,
পরে দেশের স্মৃতি মিশে মনে নীরব ব্যথা।
দূরে বাংলাদেশ, নদীর পারে,
স্বপ্নে সাথী বন্ধু বন্ধন দেখা, মুখে হাসি আসে।

কবিতা/ছন্দ ১৯:
প্রবাসে অজানা পথে, দূরে দেশে,
দিন-রাত অতীতের ছবি মনে পড়ে বেশে।
মা, বাবা, প্রিয় মানুষের অবাক,
স্বপ্নে একা প্রেমের কথা বলে নানা ক্ষণে।

এই ছন্দ গুলো আপনার কাজে লাগতে পারে। এই কষ্টের ছন্দগুলো প্রবাসীদের কষ্ট নিয়ে তৈরি করা হয়েছে। আপনি যেখানেই ব্যাবহার করেন না কেন এই ছন্দ গুলো নজর আকর্ষণ করবে। Best Probasi koster chondo 2024. 


আমাদের শেষ কথা

প্রিয় পাঠক, আশা করি আজকের পোস্ট থেকে আপনারা প্রবাসী কষ্টের ছন্দ এবং স্ট্যাটাস জানতে পেরেছেন। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কে জানাতে পারেন আমরা আগামী পোস্টে আপনাদের জানিয়ে দিবো। 

আমাদের সকল আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজ ফলো করুন এবং নিয়মিত এই ওয়েবসাইট ভিজিট করুন। প্রবাসী কষ্টের ছন্দ নিয়ে আপনি ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম সবজায়গা ব্যাবহার করতে পারবেন। আজ আর নয়। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন