ফেব্রুয়ারি মাসের দিবস সমূহের তালিকা ২০২৪, জেনে নিন কোন দিন কি দিবস | ফেব্রুয়ারি মাসের সরকারি ছুটির তালিকা ২০২৪
নতুন বছরের শুভেচ্ছা প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। ২০২৩ সালকে বিদায় দিয়ে বরণ করে নিলাম ২০২৪ সালকে। বছরের ১২টি মাসের মধ্যে অন্যতম মাসগুলোর একটি ফেব্রুয়ারি মাস।
অনেকেই অপেক্ষায় থাকে ফেব্রুয়ারি মাস কখন আসবে। কেউবা মনের মানুষকে মনের কথা জানাতে এই মাসের অপেক্ষায় থাকে কেউবা রক্তজবার অপেক্ষায়।
সে যাই হোক, আজকের পোস্ট টিতে আপনারা ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ এবং ফেব্রুয়ারি মাসের সরকারি ছুটির তালিকা বা ফেব্রুয়ারি মাসের স্কুল বন্ধের তালিকা গুলো জানতে পারবেন।
আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে উল্লেখযোগ্য ভাবে ভালোবাসা দিবস পালন করা হয়। এছাড়াও শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ অন্যান্য দিবস পালন করা হয়।
তাই প্রথমেই আমরা জেনে নেব ফেব্রুয়ারি মাসের ভালোবাসা দিবস সমূহ, আমরা জেনে নেব কোন দিন কি দিবস। কোন দিন কি ডে।
ফেব্রুয়ারি মাসের ভালোবাসা দিবস সমূহ ২০২৪
আন্তর্জাতিকভাবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে অথবা দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ৭ তারিখ থেকেই ভালোবাসা দিবসের দিনগুলো শুরু হয়। ফেব্রুয়ারি মাসের ভালোবাসার দিবস সমূহ নিচে দেওয়া হয়েছে।
রোজ ডে - ৭ ফেব্রুয়ারি ২০২৪
২০২৪ সালের ৭ ই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির ৭ তারিখ আন্তর্জাতিক রোজ ডে। বিশ্ব গোলাপ দিবস হিসেবে পালিত হয় এই দিনটি। তবে এই গোলাপ প্রিয়জনদের জন্য।
প্রিয়জনদের আমরা গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করি সেই দিন ই হলো এই রোজ ডে - ৭ ফেব্রুয়ারি ২০২৪। গোলাপ কে ভালোবাসা প্রকাশের একটি চিহ্ন হিসেবে ধরা হয়।
রোজ ডেতে প্রিয় মানুষ কে গোলাপ ফুল দিয়ে গোলাপ দিবসের শুভেচ্ছা জানানো হয়। রোজ ডে বা গোলাপ দিবসে কেবল প্রেমিক-প্রেমিকাদের মধ্যেই গোলাপ বিনিময় হয় না,
মা-বাবা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গেও গোলাপ বিনিময় করা হয়। ২০২৪ সালের ৭ ই ফেব্রুয়ারি বুধবার আন্তর্জাতিক রোজ ডে।
প্রপোজ ডে - ৮ ফেব্রুয়ারি ২০২৪
রোজ ডে বা গোলাপ দিবসের পরের দিন মানে ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে হিসেবে উদযাপন করা হয়। এই দিনটি ভালোবাসা দিবসের একটি রোমান্টিক দিন।
এই দিনে প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার প্রস্তাব দেয়, বিবাহের প্রস্তাব দেয়। এ বছর অর্থাৎ ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ্ব প্রপোজ ডে বা প্রস্তাব দিবস পালিত হবে।
চকলেট ডে - ৯ ফেব্রুয়ারি ২০২৪
ভালোবাসার সপ্তাহে অন্যতম দিনগুলোর একটি চকলেট ডে। এই দিনে প্রিয় মানুষদের চকলেট উপহার দেয়। অধিকাংশ মানুষ চকলেট খেতে অনেক পছন্দ করে।
যার কারনে চকলেট ডে তে চকলেট উপহার দিয়ে প্রিয় মানুষদের আপন করে নেওয়া হয়। এ বছর ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিশ্ব চকলেট ডে বা চকলেট দিবস পালিত হবে।
টেডি ডে - ১০ ফেব্রুয়ারি ২০২৪
ভালোবাসার সপ্তাহের এই দিনটিতে প্রিয় মানুষদের টেডি বেয়ার বা পুতুল জাতীয় খেলনা উপহার দিয়ে থাকে।
ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম হিসেবে এই দিনে টেডি বেয়ার উপহার দেওয়া হয়। এবার ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার পৃথিবীব্যাপি এই টেডি ডে উদযাপন করা হবে।
প্রমিস ডে - ১১ ফেব্রুয়ারি ২০২৪
এই বিশেষ দিনে প্রিয় মানুষ গুলো একে অপরকে প্রতিশ্রুতি দিয়ে থাকে। প্রতিজ্ঞাবদ্ধ হয়। যেকোনো সম্পর্ক হোক ভালোবাসা কিংবা বন্ধুত্ব, তা যেন দীর্ঘস্থায়ী হয় সেই জন্য এক অপরকে প্রতিজ্ঞা করে এই বিশেষ দিনে।
এতে সম্পর্ক আরও মজবুত হয়। এবার ১১ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার প্রমিস ডে বা প্রতিজ্ঞা দিবস পালিত হবে।
হাগ ডে - ১২ ফেব্রুয়ারি ২০২৪
ভালোবাসা সপ্তাহের অন্যতম একটি দিন হচ্ছে ১২ ই ফেব্রুয়ারি যা হাগ ডে হিসেবে পরিচিত। এই দিনে প্রিয়জনকে একটি কোমল আলিঙ্গন এর মাধ্যমে সম্পর্ক দৃঢ় করা হয়।
এই বছর ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি সোমবার বিশ্ব আলিঙ্গন দিবস পালিত হবে।
কিস ডে - ১৩ ফেব্রুয়ারি ২০২৪
ভালোবাসা সপ্তাহের সপ্তম দিন এটি। অত্যন্ত রোমান্টিক একটি দিন। প্রতিবছর ১৩ ফেব্রুয়ারি এই দিন প্রিয়জনরা একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করে থাকে। এবার ১৩ ফেব্রুয়ারি ২০২৪ দিনটি মঙ্গলবার।
ভ্যালেন্টাইন’স ডে - ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ভালোবাসার সপ্তাহের সর্বশেষ দিনটি হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। এই দিনটি বিশ্বব্যাপী ভ্যালেন্টাইনস ডে বা ভালবাসা দিবস হিসেবে উদযাপন করা হয়। এবছর ভ্যালেন্টাইনস ডে উদযাপিত হবে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার।
এভাবে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ বুধবার হতে ১৪ তারিখ বুধবার পর্যন্ত ভালোবাসা সপ্তাহের দিবসগুলো উদযাপিত হবে। আশা করি ফেব্রুয়ারি মাসের ভালোবাসা দিবস সমূহ সম্পর্কে জানতে পেরেছেন।
ফেব্রুয়ারি মাসের সরকারি ছুটি সমূহ ২০২৪
সরকারি ছুটির তালিকা ২০২৪ থেকে আমরা জানতে পেরেছি যে এবার ফেব্রুয়ারি মাসে সাধারণ ছুটি থাকবে যে যে দিবসগুলোতে নিচে তা দেওয়া হয়েছে।
২১শে ফেব্রুয়ারি ২০২৪ -আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এই দিন ব্যতীত ফেব্রুয়ারি মাসে আর কোন সরকারি ছুটি নেই।
আপনারা চাইলে সরকারি ছুটির তালিকা ২০২৪ থেকে দেখে নিতে পারবেন 2014 সালের সকল মাসের সরকারি ছুটির দিনগুলো।
ফেব্রুয়ারি মাসের দিবস ২০২৪
উপরের দিবস গুলো ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ দিবস ফেব্রুয়ারি মাসে পালিত হয়। উপরের ফেব্রুয়ারি মাসের দিবস গুলো সহ নিচে আরো দিবস তালিকা দেওয়া হলো যেগুলো ফেব্রুয়ারি মাসে পালিত হয়।
তারিখ | দিবস |
---|---|
১ ফেব্রুয়ারি | বিশ্ব হিজাব দিবস |
২ ফেব্রুয়ারি | বিশ্ব জলাভূমি দিবস |
৪ ফেব্রুয়ারি | বিশ্ব ক্যান্সার দিবস |
৫ ফেব্রুয়ারি | জাতীয় গ্রন্থাগার দিবস |
৭ ফেব্রুয়ারি | রোজ ডে (Rose Day 2024) |
৮ ফেব্রুয়ারি | প্রোপোজ ডে (Propose Day 2024) |
৯ ফেব্রুয়ারি | চকোলেট ডে (Chocolate Day 2024) |
১০ ফেব্রুয়ারি | টেডি ডে (Teddy Day 2024) |
১১ ফেব্রুয়ারি | প্রমিস ডে (Promise Day 2024) |
১২ ফেব্রুয়ারি | হাগ ডে (Hug Day 2024) |
১৩ ফেব্রুয়ারি | কিস ডে (Kiss Day 2024) |
১৪ ফেব্রুয়ারি | ভ্যালেন্টাইন’স ডে (Valentine’s Day 2024) |
১১ ফেব্রুয়ারি | সড়ক হত্যা দিবস |
১২ ফেব্রুয়ারি | বিশ্ব ডারউইন দিবস |
১৪ ফেব্রুয়ারি | সুন্দরবন দিবস |
১৪ ফেব্রুয়ারি | বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন’স ডে |
১৫ ফেব্রুয়ারি | বিশ্ব শিশু ক্যান্সার দিবস |
২১ ফেব্রুয়ারি | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
২১ ফেব্রুয়ারি | শহীদ দিবস |
২২ ফেব্রুয়ারি | বিশ্ব স্কাউট দিবস |
২৪ ফেব্রুয়ারি | আল কুদ্স দিবস |
২৮ ফেব্রুয়ারি | জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস |
লোকেরা সাধারণত যা প্রশ্ন করে তার উত্তর জেনে নিন
৫ ফেব্রুয়ারি কি দিবস
উত্তরঃ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস।
৭ ফেব্রুয়ারি কি দিবস? বা ৭ ফেব্রুয়ারি কি ডে?
উত্তরঃ ৭ ফেব্রুয়ারি রোজ ডে (Rose Day 2024)।
৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি কি দিবস?
উত্তরঃ ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা সপ্তাহ। এই সপ্তাহের শুরু হয় ৭ ফেব্রুয়ারি দিয়ে এবং শেষ হয় ১৪ ফেব্রুয়ারি দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি দিবস গুলো নিম্নরূপঃ
- রোজ ডে - ৭ ফেব্রুয়ারি ২০২৪
- প্রপোজ ডে - ৮ ফেব্রুয়ারি ২০২৪
- চকলেট ডে - ৯ ফেব্রুয়ারি ২০২৪
- টেডি ডে - ১০ ফেব্রুয়ারি ২০২৪
- প্রমিস ডে - ১১ ফেব্রুয়ারি ২০২৪
- হাগ ডে - ১২ ফেব্রুয়ারি ২০২৪
- কিস ডে - ১৩ ফেব্রুয়ারি ২০২৪
- ভ্যালেন্টাইন’স ডে - ১৪ ফেব্রুয়ারি ২০২৪
৮ই ফেব্রুয়ারি কি দিবস? বা ৮ ফেব্রুয়ারি কি ডে?
উত্তরঃ ৮ ফেব্রুয়ারি প্রস্তাব দিবস বা প্রপোজ ডে।
৯ ফেব্রুয়ারি কি দিবস? বা ৯ তারিখ কি ডে?
উত্তরঃ ৯ ফেব্রুয়ারি চকলেট ডে বা চকলেট দিবস।
১১ ফেব্রুয়ারি কি দিবস? বা ১১ ফেব্রুয়ারি কি ডে?
উত্তরঃ ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে বা প্রতিজ্ঞা দিবস।
১২ ফেব্রুয়ারি কি ডে? বা ১২ তারিখ কি ডে?
উত্তরঃ ১২ ফেব্রুয়ারি বিশ্ব আলিঙ্গন দিবস বা হাগ ডে।
১৩ ফেব্রুয়ারি কি দিবস? ১৩ ফেব্রুয়ারি কি ডে?
উত্তরঃ ১৩ ফেব্রুয়ারি কিস ডে বা চুম্বন দিবস।
১৫ ফেব্রুয়ারি কি দিবস? বা ১৫ ফেব্রুয়ারি কি ডে?
উত্তরঃ ১৫ ফেব্রুয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস।
১৬ ফেব্রুয়ারি কি দিবস? ১৬ ফেব্রুয়ারি ২০২৪ কি বার?
উত্তরঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার।
পরিশেষে আমাদের কথা
প্রিয় পাঠক বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় ছিল ফেব্রুয়ারি মাসের দিবস সমূহের ২০২৪। তার আশা করছি আজকের পোস্টটি পড়ে আপনারা ফেব্রুয়ারি মাসের সকল দিব সম্পর্কে জানতে পেরেছেন।
আজকের পোস্ট সম্পর্কে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।