শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম নমুনা সহ

 
আসসালামু ওয়ালাইকুম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Teplive.com ওয়েবসাইটের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো? আমি ও ভালো আছি। তোমরা নিশ্চয়ই শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র লিখতে চাচ্ছ, কিন্তু জানোনা কিভাবে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন পত্র লিখতে হবে? তাহলে আজকের কনটেন্ট টি তোমাদের জন্যই। 

তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিভাবে একটি আদর্শ আবেদনপত্র লিখতে হয় শিক্ষা সফরে যাওয়ার জন্য।

শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন পত্র লেখার গুরুত্ব

ছাত্র জীবনে শিক্ষা সফরে যাওয়ার গুরুত্ব অপরিসীম। প্রচলিত পাঠ্যপুস্তক শিক্ষা ব্যবস্থার বাইরে বাস্তব জীবন সম্পর্কে জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম শিক্ষা সফর। তাই প্রতিটি শিক্ষার্থী জীবনে একবার হলেও শিক্ষা সফরে যাওয়া উচিত। 

আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানবো কিভাবে  শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়। তোমাদের সুবিধার্থে আমি নিম্নে কিছু নমুনা সহ শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন পত্র বা দরখাস্ত  লেখার নিয়ম গুলো উপস্থাপন করেছি। 

তাই দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে স্কুলের প্রধান শিক্ষকের নিকট বা কলেজের অধ্যক্ষের নিকট আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়।


শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম 

  • তারিখঃ যেই তারিখে আবেদন পত্র বা দরখাস্ত লেখা হবে ঠিক সেই তারিখ উল্লেখ করতে হবে।
  • প্রাপকঃ যার কাছে আবেদন পত্র বা দরখাস্ত লিখবেন তাঁর পদবি উল্লেখ করতে হবে (যেমনঃ প্রধান শিক্ষক, অধ্যক্ষ)।
  • ঠিকানাঃ যেই প্রতিষ্ঠানের ঠিকানায় আবেদন পত্র বা দরখাস্ত লেখা হবে ঠিক সেই ঠিকানা উল্লেখ করতে হবে।
  • বিষয়ঃ আবেদন পত্র বা দরখাস্তের বিষয় উল্লেখ করতে হবে। 
  • সম্ভাষণঃ যথাযথ সম্ভাষণ উল্লেখ করতে হবে (যেমনঃ জনাব, মহোদয়)।
  • মূল বক্তব্যঃ বিনয়ের সাথে নির্ভুল ভাবে সম্পূর্ণ বক্তব্য উপস্থাপন করতে হবে। 
  • আপনার পরিচয়ঃ আপনার পরিচয় দিন।  


শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম নমুনাঃ 

জ্ঞান অর্জনের জন্য শুধু পাঠ্যপুস্তক পাঠে সীমাবদ্ধ থাকলে চলবে না, পড়াশোনার মাঝে বিরতির প্রয়োজন রয়েছে। এই বিরতি হতে পারে নতুন কোন দর্শনীয়  স্থান ভ্রমনের মাধ্যমে বা কোন ঐতিহাসিক স্থাপনা ভ্রমনের মাধ্যমে, যার মাধ্যমে বাস্তব জ্ঞান অন্বেষণ করা সম্ভব।

আর এই জ্ঞান অন্বেষণের সর্বাপেক্ষা মাধ্যম শিক্ষা সফর, যা শিক্ষা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কোন স্কুল বা বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার জন্য  ক্লাসের সকল ছাত্র-ছাত্রীদের এক হয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়।

এই আবেদনকে হতে হয় বিনয়ী, স্বচ্ছ ও মার্জিত। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার নিকট আবেদন পত্র বা দরখাস্তের একটি নমুনা নিচে দেওয়া হল, যা দেখার মাধ্যমে তোমরা তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র বা দরখাস্ত লিখতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে চলো দেখে নেওয়া যাক কিভাবে তোমরা তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে কার্যকরী ও গ্রহণযোগ্য আবেদন পত্র বা দরখাস্ত লিখবে। 

২০/০৬/২০২৬ 

বরাবর 
প্রধান শিক্ষক 
ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর। 

বিষয়: সোনারগাঁও-এ শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আমরা আপনার কাছে ঐতিহাসিক স্থান সোনারগাঁও-এ একটি শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করছি। শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে আমরা শ্রেণিকক্ষের বাইরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি, যা আমাদের পড়াশোনার পাশাপাশি জ্ঞান বিকাশে সহায়ক।

আমরা আগামী ০৫/০৭/২০২৬  তারিখে সোনারগাঁও-এ যেতে ইচ্ছুক। আমাদের সাথে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শামিমুর রহমান  সহযোগিতা করবেন বলে আশা করছি। এই সফরে আমরা বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও-এর ইতিহাস, লোকশিল্প ও সংস্কৃতি সম্পর্কে হাতে-কলমে শিখতে পারব, যা আমাদের পাঠ্যপুস্তকের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে।

অতএব, জনাবের নিকট  বিনীত প্রার্থনা, আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দানে এবং আর্থিক সহ অন্যান্য সাহায্য দান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের 
দশম শ্রেণির সকল শিক্ষার্থীর পক্ষে 
 মোঃ সাইফুল ইসলাম


স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উপরে উল্লেখিত শিক্ষা সফরে যাওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট অনুমতি চেয়ে  আবেদন পত্র বা দরখাস্তের নমুনা অনুসরণ করে একটি সুন্দর আবেদন বা দরখাস্ত লিখতে পারো, যার মাধ্যমে তোমাদের আবেদনটি গ্রহণযোগ্যতা লাভ করবে। 


শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে কলেজের অধ্যক্ষের নিকট আবেদন পত্র বা দরখাস্ত লেখার নমুনাঃ


বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম শিক্ষা সফর। কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যাওয়ার জন্য উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়।

উক্ত আবেদন পত্র বা দরখাস্ত টি হতে হবে নির্ভুল, মার্জিত ও বিনয়ী। তোমরা যাতে কার্যকরী ও গ্রহণযোগ্য আবেদনপত্র বা দরখাস্ত লিখতে পারো তাঁর জন্য আমি নিচে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে কলেজের অধ্যক্ষের নিকট আবেদন পত্র বা দরখাস্তের একটি নমুনা উপস্থাপন করেছি।

তাহলে দেখে নেওয়া যাক কিভাবে সহজেই তোমরা তোমাদের কলেজের অধ্যক্ষের নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন পত্র বা দরখাস্ত লিখবে।

২০/০৮/২০২৬ 

বরাবর
অধ্যক্ষ
সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।  

বিষয়: ষাট গম্বুজ মসজিদ ও খান জাহান আলীর মাজারে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার কলেজের সমাজকর্ম বিভাগের স্নাতক ২য় বর্ষের একদল শিক্ষার্থী। আমরা বাগেরহাটে অবস্থিত ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এবং খান জাহান আলীর মাজার শিক্ষা সফরে যেতে ইচ্ছুক। এই স্থানগুলো বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং এই সফর আমাদের ব্যবহারিক জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে আমরা মনে করি।

আমরা বিশ্বাস করি, এই শিক্ষা সফর থেকে আমরা সুলতানি আমলের স্থাপত্য, সংস্কৃতি ও ইতিহাসের অনেক কিছু জানতে পারব, যা আমাদের পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানের পরিপূরক হবে। আমরা এই সফরের জন্য আনুমানিক ০১/০৯/২০২৬  তারিখ নির্ধারণ করতে চাচ্ছি এবং কলেজ কর্তৃক নিরধারিত সকল নিয়মাবলী মেনে চলতে প্রস্তুত আছি।

অতএব, জনাবের নিকট বিনীত প্রার্থনা, উপরোক্ত বিষয়ে বিবেচনাপূর্বক আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদান করে এবং অন্যান্য বিষয়ে সাহায্য দানে  আপনার সদয় মর্জি হয়।

বিনীত নিবেদক 
সরকারি রাজেন্দ্র কলেজের 
সমাজকর্ম বিভাগের সকল শিক্ষার্থীদের পক্ষে 

মোহাম্মদ সাজিদ আহমেদ



প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে উপরে উল্লেখিত শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে তোমাদের কলেজের অধ্যক্ষের নিকট আবেদন পত্রের বা দরখাস্তটির নমুনা অনুসরণ করে সহজেই  একটি আবেদন লিখতে পারো। উপরের আবেদন অনুসরণ করে যদি তোমরা একটি আবেদন লিখতে পারো তাহলে তোমাদের আবেদন পত্র টি কার্যকরী ও গ্রহণযোগ্যতা লাভ করবে।

পরিশেষে আমাদের কথা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পোস্টে তোমাদের সাথে আলোচনা করলাম শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম নমুনা সহ। কোন  আবেদন পত্র বা দরখাস্ত  যদি বিনয়ী, শুদ্ধ, নির্ভুল এবং মার্জিত হয়, তাহলে উক্ত আবেদনটি মঞ্জুর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 

তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে, যারা জানে না যে  কিভাবে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়। আমি আশা করি আজকের এই পোস্টটিতে দেওয়া শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন পত্র বা দরখাস্তের নমুনা গুলো দেখার মাধ্যমে তোমরা খুব সহজেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন বা দরখাস্ত লিখতে পারবে। আর এই পোস্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটটি ঘুরে আসার অনুরোধ রইল। 
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন