টেলিটক নাম্বার দেখার উপায় ২০২৩ (তিনটি উপায়)

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনি কি টেলিটক সিম ব্যাবহার করেন? আপনি কি আপনার টেলিটক নাম্বার দেখতে চাচ্ছেন? আপনি কি জানেন না কিভাবে টেলিটক নাম্বার দেখতে হয়? তাহলে এই নিবন্ধটি আপনার জন্যই। 

টেলিটক নাম্বার দেখার উপায়
টেলিটক নাম্বার দেখার উপায়

আজকের নিবন্ধে আমরা জানতে পারবো টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কে। আপনি নিশ্চই জানতে চাচ্ছেন টেলিটক নাম্বার দেখার উপায় কি? তাহলে সম্পূর্ন নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন। আশা করি আপনি জানতে পারবেন টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কে।

টেলিটক নাম্বার দেখার উপায় কি তা জেনে নেই

টেলিটক সিম ব্যবহারকারীরা অনেক সময়ই জানে না কিভাবে টেলিটক নাম্বার দেখতে হয়। টেলিটক হলো বাংলাদেশ সরকার এর আয়ত্তে চালিত একটি সিম নেটওয়ার্ক সেবা। 

এটি এখনো সবার কাছে পৌঁছে যেতে পারে নি বিধায় সবাই টেলিটক সম্পর্কে একটু কম জানে। আপনি কি জানতে চাচ্ছেন টেলিটক নাম্বার দেখার উপায় কি? 

আজকের পোস্টে আমরা টেলিটক নাম্বার দেখার উপায় গুলো আপনাদের বিস্তারিত জানবো। আমরা তিনটি উপায় সম্পর্কে আপনাদের জানাবো। 

যদি একটা কাজ না করে অন্যটা কাজ করবে। চলুন জেনে নেই টেলিটক নাম্বার দেখার উপায় গুলো কি কি।




উপায় ১ : ডায়াল প্যাড ব্যবহার করে টেলিটক এর নাম্বার দেখার উপায়

টেলিটক নাম্বার দেখার সবথেকে সহজ উপায় হলো ফোনের ডায়াল প্যাড থেকে *৫৫১* ডায়াল করলেই আপনি আপনার টেলিটক সিম নাম্বার দেখতে পারবেন। অন্যান্য সিম যেমন গ্রামীনফোন, বাংলালিংক, রবি এর মতো টেলিটক সিম থেকেও ডায়াল প্যাড থেকে কোড ডায়াল করে টেলিটক নাম্বার দেখা যায়। 

ডায়াল প্যাড থেকে টেলিটক নাম্বার দেখতে আপনার ডায়াল প্যাড এ  *551#  টাইপ করে টেলিটক সিম দিয়ে ডায়াল করুন। 

কিছুক্ষন বাদে আপনি আপনার টেলিটক নাম্বার টি স্ক্রিনে দেখতে পাবেন। এভাবে আপনি ডায়াল প্যাড ব্যবহার করে সহজেই টেলিটক নাম্বার দেখতে পারেন।

টেলিটক নাম্বার দেখার উপায় কোড
ডায়াল প্যাড ব্যবহার করে *551#

উপায় ২ : মেসেজের মাধ্যমে টেলিটক নাম্বার দেখার উপায় ১

ডায়াল প্যাড থেকে কোড ডায়াল করার মাধ্যমে অনেক সময় টেলিটক নাম্বার দেখতে পারা যায় না। টেকনিক্যাল ত্রুটির কারণে অনেকসময় ডায়াল প্যাড এর উক্ত উপায়টি কাজ করতে নাও পারে। 

তবে বেশিভাগ সময়ই কাজ করে বলে আশা করা যায়। এখন যদি উপরোক্ত পদ্ধতিতে টেলিটক নাম্বার দেখা না জায় তাহলে আপনি মেসেজ এর মাধ্যমে আপনার টেলিটক নাম্বার টি দেখে নিতে পারেন। 

টেলিটক নাম্বার দেখার উপায় হলো আপনাকে মেসেজ অপশনে গিয়ে বড়ো হাতের  লিখে  154  এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনি একটি ফিরতি এসএমএস পেয়ে যাবেন আর সেখানে আপনি টেলিটক নাম্বার দেখতে পারবেন। 

এভাবে এসএমএস এর মাধ্যমে টেলিটক নাম্বার দেখা যায়।

টেলিটক নাম্বার দেখার উপায় কোড
মেসেজের মাধ্যমে "P" send to "154"

উপায় ৩ : মেসেজের মাধ্যমে টেলিটক নাম্বার দেখার উপায় ২

আমরা ইতোপূর্বে একটি উপায় দেখেছি যেটা অধিকাংশ সময়ই কার্যকরী। যদি কাজ না করে তবে আমরা তৃতীয় উপায়টি অনুসরণ করবো। 

মেসেজ অপশনে গিয়ে ছোটো হাতের  tar  লিখে  222  এই নাম্বারে সেন্ড করে কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনি ফিরতি এসএমএসে টেলিটক নাম্বার দেখতে পারবেন। 

অবশ্যই টেলিটক নাম্বার থেকে মেসেজ পাঠাতে হবে। আবার আপনি বড় হাতের  লিখে  321  এই নাম্বারে সেন্ড করে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার টেলিটক নাম্বার দেখতে পারবেন। 

টেলিটক নাম্বার দেখার উপায় - উপরের উপায় গুলোর মাধ্যমে আপনি আপনার টেলিটক নাম্বার দেখতে পারবেন। 

যদি সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট এর মাধ্যমে জানাত পারেন। আবার আপনি চাইলে টেলিটক কাস্টমার কেয়ারে সরাসরি যোগাযোগ করে আপনার যেকোনো সমস্যার সমাধান পেতে পারেন। 

টেলিটক কাস্টমার কেয়ার এর নাম্বার : 0155-0157750

টেলিটক নাম্বার দেখার উপায় কোড
মেসেজের মাধ্যমে "W" send to "321"

টেলিটক ব্যালেন্স চেক করার কোড জেনে নিন

আমাদের টেলিটক ব্যালেন্স চেক করার জন্য ডায়াল প্যাড থেকে  *152#  লিখে ডায়াল করতে হবে। 

কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি আপনার টেলিটক ব্যালেন্স দেখতে পারবেন। আবার আপনি টেলিটক অ্যাপ থেকে সহজেই আপনার টেলিটক ব্যালেন্স চেক করতে পারেন। 

গুগল প্লে স্টোর থেকে মাই টেলিটক My Teletalk অ্যাপ টি ইন্সটল করে আপনি ব্যবহার করতে পারবেন।

টেলিটক ব্যালেন্স চেক কোড
ডায়াল প্যাড ব্যবহার করে *152#

টেলিটক সিম অফার চেক করার কোড জেনে নেই

টেলিটক সিম অফার জানতে আপনার ফোনের ডায়াল প্যাড থেকে  *111#  ডায়াল করুন। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি টেলিটক সিম অফার গুলো দেখতে পারবেন।

আবার আপনি যদি My Teletalk অ্যাপ টি ব্যাবহার করে থাকেন তাহলে অ্যাপ এর মধ্যে থেকে সহজেই সব অফার দেখতে পারবেন।

টেলিটক সিম অফার দেখার উপায় কোড
ডায়াল প্যাড ব্যবহার করে *111#

টেলিটক মিনিট অফার দেখার নিয়ম জেনে নেই

টেলিটক মিনিট অফার দেখতে আপনার ফোনের ডায়াল প্যাড থেকে  *111#  এই কোডটি ডায়াল করতে পারেন। আবার আপনি My Teletalk অ্যাপের থেকেও মিনিট অফার গুলো দেখতে পারবেন।

টেলিটক মিনিট অফার দেখার উপায় কোড
ডায়াল প্যাড ব্যবহার করে *111#

টেলিটক এর গুরুত্বপূর্ন কোড সমুহ দেখে নিন

টেলিটক সিমের জন্য কয়েকটি গুরুত্বপূর্ন কোড দেখে নিন। 

যেমন: টেলিটক নাম্বার দেখার উপায় কোড, টেলিটক সিম অফার দেখার উপায় কোড, টেলিটক মিনিট অফার চেক করার কোড, টেলিটক ব্যালেন্স চেক কোড, টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার, টেলিটক হেল্প লাইন নাম্বার।

টেলিটক সিমের গুরুত্বপূর্ন কোড সমুহ কোড
টেলিটক সিম অফার দেখার উপায় *111#
টেলিটক মিনিট অফার চেক করার *111#
টেলিটক ব্যালেন্স চেক কোড *152#
টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার +8801550157750
টেলিটক হেল্প লাইন নাম্বার +8801500121121-9
টেলিটক নাম্বার দেখার উপায় কোড *551#
টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক *152#
টেলিটক এসএমএস চেক *152#

আমাদের শেষ কথা

আশা করি টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কিত এই নিবন্ধটি পড়ে আপনারা টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। 

এর বাইরেও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানানোর অনুরোধ করছি। 

নিবন্ধটি ভালো লাগল লিংক কপি করে আপনার ফেসবুক আইডিতে একটা পোস্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন। 

আজকে এই পর্যন্তই ধন্যবাদ। নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপডেটেড থাকুন।
Next Post Previous Post
1 Comments
  • Teplive.com
    Teplive.com 21/4/23

    নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপডেটেড থাকুন ☺️

Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন