আবহাওয়ার উপাদান গুলো কি কি (A to Z) বিস্তারিত ব্যাখা সহ জেনে নিন

আবহাওয়ার উপাদান গুলো কি কি
আবহাওয়ার উপাদান গুলো কি কি

আসসালামু আলাইকুম, আপনি কি আবহাওয়ার উপাদান গুলো কি কি জানেন? আপনি কি আবহাওয়ার উপাদান গুলো সম্পর্কে জানতে চান? তাহলে এই পোস্ট টি শুধুমাত্র আপনার জন্যই। 

কারন আজকের পোস্টে আমরা আবহাওয়া এবং আবহাওয়ার উপাদান গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই পোস্ট টি পড়ার পরে আপনি আবহাওয়া সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং আবহাওয়ার উপাদান গুলো কয়টি ও কি কি সেই সম্পর্কে জানতে পারবেন। তাই চলুন মনোযোগ দিয়ে সম্পূর্ণ পোস্ট টি পড়া যাক।

আবহাওয়ার উপাদান কয়টি এবং কি কি জেনে নিন

অনেকেই জানতে চান যে আবহাওয়ার উপাদান গুলো কি কি বা আবহাওয়ার উপাদান কয়টি। তাদের জন্য এই পোস্ট টি গুরুত্বপূর্ণ। আবহাওয়ার প্রধান মোট উপাদান ৫ (পাঁচ) টি। আবহাওয়ার উপাদান গুলো হলোঃ

  1. বায়ুপ্রবাহ,
  2. চাপ,
  3. তাপ,
  4. আদ্রতা এবং
  5. বৃষ্টিপাত।

আবহাওয়ার উপাদান প্রধান গুলো মুলত এই পাঁচটি বিষয়ই। প্রধানত এই পাঁচটি বিষয়ের উপরে আবহাওয়ার পরিবর্তন নির্ভর করে থাকে। আবহাওয়ার উপাদান গুলো কি কি সে সম্পর্কে তো জানা হয়ে গেলো এখন যদি আমরা আবহাওয়া কাকে বলে বা আবহাওয়া কি সেই সম্পর্কে জেনে নেই তাহলে আমাদের এই বিষয়ে আরও ভালো ধারনা পেতে পারি। তাহলে চলুন জেনে নেই আবহাওয়া কাকে বলে বা আবহাওয়া কি?

আবহাওয়া কাকে বলে?/ আবহাওয়া কি?

কোন স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলীও অবস্থাকেই আবহাওয়া বলা হয়। সাধারণত এক দিনের বায়ুমণ্ডলীও অবস্থাকে ঐ স্থানের আবহাওয়া বলে। যদি আরেকটু ক্লিয়ার করে বুঝাই তাহলে জলবায়ু সম্পর্কে জানাতে হবে। 

কোন স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়ার পরিমাপ হচ্ছে জলবায়ু। অর্থাৎ কোন স্থানের ৩০ থেকে ৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো জলবায়ু। আর কোন স্থানের এক দিনের অবস্থার পরিমাপ হচ্ছে আবহাওয়া। 

আবহাওয়া পরিমাপ করতে আবহাওয়ার উপাদান গুলোর প্রয়োজন হয় আর জলবায়ুর পরিমাপ করতে আবহাওয়ার প্রয়োজন হয়। আশা করছি আপনারা আবহাওয়া কাকে বলে বুঝতে পেরছেন। 

আরেকটি তথ্য জানিয়ে রাখি সেটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় আবহাওয়া এবং জলবায়ু নিয়ে আলোচনা করা হয় তাঁকে আবহাওয়া বিজ্ঞান বা Meteorology বলা হয়ে থাকে। 

সংক্ষেপে বলতে পারেন যে, আবহাওয়া হচ্ছে বায়ুমণ্ডলের অনির্দিষ্ট অবস্থা। আবহাওয়া কিন্তু সব স্থানেই সংঘটিত হয় না। আবহাওয়া ঘটে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রপোস্ফিয়ার এর মধ্যে। 

আর আবহাওয়া শব্দটি দ্বারা মুলত পৃথিবীর আবহাওয়ার অবস্থাকেই বোঝানো হয়। আবহাওয়ার উপাদান গুলোর কম বেশির কারনে একেক স্থানের আবহাওয়া একেক রকমের হয়ে থাকে। 

যেমনঃ বাংলাদেশের একেক অঞ্চলের আবহাওয়া একেক রকম কোথাও বৃষ্টি বেশি হয়, কোথাও শুষ্ক আবহাওয়া বেশি দেখা যায়, কোথাও আবার ভেজা আবহাওয়া থাকে। 


আবহাওয়ার উপাদান গুলো কি কি বিস্তারিত ব্যাখা জেনে নিন

আমরা ইতোপূর্বেই আবহাওয়ার সবগুলো উপাদান গুলো সম্পর্কে জেনেছি। কিন্তু আমরা এই উপাদান গুলো সম্পর্কে বিস্তারিত জানিনি। তাই চলুন উপাদান গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

  • বায়ুপ্রবাহঃ বায়ুপ্রবাহ হচ্ছে বায়ুর অবস্থান পরিবর্তন। বায়ু পৃথিবীর ট্রপোস্ফিয়ার অঞ্চলের একেক স্থানে প্রবাহিত হতে থাকে। আর এই প্রবাহের কারন হচ্ছে সূর্যের আলো। যে স্থানে সূর্যের আলো বেশি পড়ে সে স্থানের তাপমাত্রাও বেশি থাকে যার কারনে ঐ স্থানের বায়ু গুলো হাল্কা হয়ে অন্য স্থানে প্রবাহিত হয়। আবার ঐ স্থানে ফাকা জায়গা পূরণ করতে পাশ থেকে আবার বায়ু আসে আবার হাল্কা হয়ে চলে যায় এভাবে বায়ুপ্রবাহ চলতে থাকে। বায়ুপ্রবাহ আবহাওয়ার অন্যতম একটু উপাদান। বায়ুপ্রবাহের কারনেই আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে। 

  • চাপঃ চাপ আবহাওয়ার আরেকটি অন্যতম উপাদান। চাপের কারনে আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে। চাপের কারনে পৃথিবীর একেক স্থানে আবহাওয়া একেক রকমের হয়ে থাকে। চাপকে প্যাসকেল এককে প্রকাশ করা হয়।

  • তাপঃ তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা পদার্থের অণুসমূহের গতিশক্তির পরিবর্তনের মাধ্যমে তাপের স্থানন্তর হয়। আর এই তাপ হচ্ছে আবহাওয়া পরিবর্তনের আরেকটি উপাদান। তাপের বিভিন্ন রকম প্রকার রয়েছে যেমনঃ সংবহন তাপ, পরিচালন তাপ, বিকিরন তাপ। 

  • আদ্রতাঃ আদ্রতা আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। কোন স্থানের বায়ুতে কতটুকু জলীয়বাষ্প আছে টার পরিমাপই হলো আদ্রতা। পানির গ্যাসীয় অবস্থা তথা জলীয়বাষ্প সচারচর মানুষের চোখে অদৃশ্য থাকে কিন্তু এই আদ্রতা আবহাওয়ার উপরে প্রভাব ফেলে। যার কারনে আবহাওয়ার পরিবর্তন হয়।

  • বৃষ্টিপাতঃ বৃষ্টিপাত মাটির আদ্রতা বজায় রাখতে সহায়তা করে এবং গাছপালা জন্মানোর জন্য মাটিতে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে। বায়ুমণ্ডলে জলীয়বাষ্প ঘনীভবনের ফলে একত্র হয় এবং মহাকর্ষীয় টানের ফলে মাটিতে বৃষ্টি রুপে পতিত হয়। বৃষ্টিপাত ও আবহাওয়া একে অপরের সঙ্গে জড়িত। বৃষ্টিপাত আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান কারন বৃষ্টিপাত তাপমাত্রা, আদ্রতা ও বায়ুচাপকে প্রভাবিত করে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন - FAQ


আবহাওয়ার উপাদান গুলো কি কি?

ইতিমধ্যেই আমরা আবহাওয়ার উপাদানগুলো সম্পর্কে জানতে পেরেছি। আবহাওয়ার প্রধান উপাদান গুলো হচ্ছেঃ বায়ুপ্রবাহ, চাপ, তাপ, আদ্রতা এবং বৃষ্টিপাত।

আবহাওয়ার প্রধান উপাদান কি?

আবহাওয়ার প্রধান উপাদানগুলো হচ্ছে বায়ুর প্রবাহ, বায়ুর তাপমাত্রা, চাপ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা বায়ুর আর্দ্রতা, কুয়াশা, মেঘ ও বৃষ্টিপাত।

আবহাওয়া কাকে বলে?

ক্লাস থ্রি থেকে বিসিএস পর্যন্ত সব জায়গায়ই আবহাওয়া কাকে বলে এই প্রশ্ন আসতে পারে, তাই আমাদের জেনে রাখা ভালো আবহাওয়া কাকে বলে বা আবহাওয়ার সঙ্গা। কোন স্থানে সল্প সময়ে বায়ুমণ্ডলের অবস্থা, সাধারণত এক দিনের বায়ুমণ্ডলীও অবস্থাকে ঐ স্থানের আবহাওয়া বলে।

আবহাওয়া বলতে কি বুঝায়?

কোন স্থানে একটি নির্দিষ্ট সময়ে বায়ুর প্রবাহ, তাপমাত্রা, বৃষ্টিপাত বা আদ্রতা ইত্যাদির পরিমাপ করে ঐ স্থানের ক্রিয়াকলাপ কে আবহাওয়া বুঝায়। আবহাওয়া সাধারণত কোন স্থানের সল্প সময়ের অবস্থা।


উপসংহার

প্রিয় পাঠক, আশা করছি আবহাওয়ার উপাদান গুলো কি কি সেই সম্পর্কে স্পষ্ট ধারনা পেয়েছেন আজকের এই পোস্ট টি পড়ে। আজকের এই পোস্ট টি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে পোস্ট টি আপনার ফেসবুকে বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবহাওয়া সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এবং কিছুক্ষন পর এসে চেক করুন আপনার উত্তর পেয়ে যাবেন। আজকের পোস্ট টি এখানেই শেষ করছি, ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন