SSC scholarship result 2023 (All Educational Board)

SSC scholarship result 2023
SSC scholarship result 2023

SSC scholarship result 2023 - ভুমিকা 

আসসালামু আলাইকুম, প্রিয় এসএসসি ২০২৩ ব্যাচের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আশা করি ভালো আছেন। গত ২৮ জুলাই ২০২৩ তারিখে আপনাদের এসএসসি ২০২৩ এর ফলাফল প্রকাশ হয়েছে। আপনি কি জানেন বাংলাদেশ সরকার এই ফলাফল এর উপর ভিত্তি করে মেধাবি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করেন। 

আপনি কি SSC scholarship result 2023 জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায়ই এসেছেন। আজকের এই নিবন্ধ থেকে আপনারা জানতে পারবেন SSC scholarship result 2023 এ কাদের কাদের নাম তালিকাভুক্ত হয়েছে। এসএসসি ২০২৩ বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পরুন।



SSC scholarship result 2023 কিভাবে দেখবো জেনে নিন

আপনি কি SSC scholarship result 2023 দেখতে চান। SSC scholarship 2023 এর রেজাল্ট দেখতে হলে আপনাকে পেওথমে SSC scholarship result 2023 পিডিএফ ফাইল গুলো আপনার ফোনে সেইভ করে সেখান থেকে আপনার এসএসসি ২০২৩ বোর্ড রোল দিয়ে চেক করতে পারবেন যে আপনার নাম বৃত্তির তালিকাভুক্ত করেছে কিনা। এভাবে আপনি পিডিএফ রেজাল্ট নামিয়ে SSC scholarship result 2023 এর ফলাফল দেখতে পারবেন। 

SSC scholarship result 2023 - বিস্তারিত তথ্য

প্রতিবছর এসএসসি ও সমমানের রেজাল্ট এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি ও সাধারন বৃত্তি এই দুই ধরনের বৃত্তি প্রদান করা  হয়। অনুরুপভাবে এবার ২০২৩ সালের শিক্ষার্থীদের কেউ মেধাবৃত্তি এবং সাধারন বৃত্তি দেওয়া হবে। 

SSC scholarship result 2023 কারা কারা পাবে

এসএসসি মেধাবৃত্তি ও সাধারন বৃত্তি কারা কারা পাবে চলুন দেখে নেওয়া যাকঃ 

১/ পরীক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২/ পরীক্ষার্থীকে অবশ্যই ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হতে হবে।
৩/ গরিব মেধাবি অথবা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।
৪/ এসএসসি ২০২৩ পরীক্ষায় উত্তীর্ণ এবং ৫.০০ পয়েন্ট পাওয়া শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।

SSC scholarship result 2023 এর তালিকায় যাদের নাম এসেছে তাদের জন্য শর্ত 

যাদের নাম SSC scholarship result 2023 এর তালিকা এসেছে তাদের জন্য বোর্ড থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলঃ

১/ শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের থেকে  একটি প্রত্যয়নপত্র নিতে হবে যেটা দিয়ে আপনি আপনার বৃত্তির টাকা উত্তোলন করতে পারবেন।

২/ যে শিক্ষার্থীর নাম বৃত্তির তালিকায় থাকবে তাদের সদাচরন, শ্রেণীকক্ষে উপস্থিতি ইত্যাদির উপর বিবেচনা করে বৃত্তি প্রদান করা হবে। 

৩/ কোন শিক্ষার্থী যদি উচ্চ শ্রেণিতে ভর্তির জন্য অনুমদিত হওয়ার পরও ভর্তি না হয় তাহলে সে বৃত্তি পাওয়া থেকে বঞ্চিত হবে।

৪/ এই বৃত্তির হার, পরিমাণ ইত্যাদি সরকার চাইলে কোন কারন না দেখিয়েও বাতিল করতে পারে।

৫/ সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধায়নের সুযোগ পাবে। সরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠান ঐ শিক্ষার্থীর নিকট থেকে কোন প্রকার বেতন নিতে পারবে না, যদি নেয় তাহলে ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। 

৬/ মেধাবৃত্তির তালিকায় যাদের নাম এসেছে তারা প্রত্যেকে ৬০০/- টাকা এবং সাধারন বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৩৫০/- টাকা করে পাবে। 

৭/ এসএসসি ২০২৩ শিক্ষার্থীদের এই বৃত্তির মেয়াদকাল দুই বছর। অর্থাৎ এই সময়ের পর আর তারা বৃত্তির টাকা পাবে না। 

৮/ সকল ধরনের বৃত্তি শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই পাবে, কোনোভাবে কোন অনিয়মিত শিক্ষার্থী বৃত্তির সুবিধা পাবে না। 

৯/ সরকারি আদেশ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মদ্ধ থেকে GPA 5.00 নম্বর পাওয়া শিক্ষার্থীরাই বৃত্তির তালিকায় থাকবে।

SSC scholarship result 2023 দেখুন সকল বোর্ড

আপনি কি এসএসসি ২০২৩ ব্যাচের পরীক্ষার্থী? আপনি কি SSC scholarship result 2023 দেখতে চান? আপনাদের সুবিধার্থে বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১০ টি বোর্ডের SSC scholarship result 2023 নিচে পিডিএফ আকারে দেওয়া হল। নিচের ছক থেকে আপনারা SSC scholarship result 2023 নামিয়ে নিতে পারবেন। 

বোর্ডের নামরেজাল্ট লিঙ্ক
✔ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড - SSC scholarship result 2023
Get Result
✔ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড - SSC scholarship result 2023
Get Result
✔ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা - SSC scholarship result 2023
Get Result
✔ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম - SSC scholarship result 2023
Get Result
✔ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা - SSC scholarship result 2023
Get Result
✔ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী - SSC scholarship result 2023
Get Result
✔ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর - SSC scholarship result 2023
Get Result
✔ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল - SSC scholarship result 2023
Get Result
✔ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,সিলেট - SSC scholarship result 2023
Get Result
✔ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর - SSC scholarship result 2023
Get Result
আশা করি আপনি SSC scholarship result 2023 নামিয়ে নিতে পেরেছেন। এখন আমরা জানবো SSC scholarship result 2023 পাওয়ার এর পর করনীয় কি। তো, চলেন এবার জেনে নেওয়া যাক SSC scholarship result 2023 পাওয়ার পর কি কি করতে হবে আমাদের।

SSC scholarship result 2023 পাওয়ার পর কি কি করবেন

প্রিয় পাঠক বন্ধুরা, আপনারা যদি বৃত্তির তালিকায় সুযোগ পেয়ে থাকেন তাহলে অবশ্যই বৃত্তি পাবেন। আপনাদের বৃত্তির ফলাফল ২০২৩ পাওয়ার পরে আপনার প্রতিষ্ঠানের শিক্ষকের কাছে গিয়ে আলোচনা করবেন। তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সকল কাগজ পত্র নিয়ে জমা দিবেন। আপনি যেই মাধ্যমে (বিকাশ/নগদ/ব্যাংক) টাকা পেতে চান তার সকল তথ্য জমা দিতে হবে। আশা করি SSC scholarship result 2023 সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। আজকের পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। এতক্ষন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


আর এই গুরুত্বপূর্ণ পোস্টটি আপনার ফেইসবুক পেইজে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন